Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে কোর্টের নজরে আনায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকট সমাধান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ২১:২৯

ঢাকা: মধ্যরাতে হাইকোর্টের নজরে আনার পর বগুড়ার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটের সামাধান হয়েছে।

শনিবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে সাত জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আরও ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষু , এমন সংবাদ গণমাধ্যমে দেখে শুক্রবার মধ্যরাতেই রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিষয়টি বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে অবহিত করি। এরপর বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে দেখতে বলেন আদালত।

পরে রাতেই অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন স্বাস্থ্য সচিব ও ডিজির সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

মনজিল মোরসেদ জানান, শনিবার সকালে রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন বগুড়ার সেই হাসপাতালের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটের সমাধান হয়েছে।

তবে অ্যাটর্নি জেনারেল জানান, আমাকে জানানো হয়েছে সরকারিভাবে আগামী রোববার (৪ জুলাই) ১০/১৫টি ক্যানুলা লাগানো হবে। তবে আজকে বেসরকারিভাবে একটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষে কয়েকটি লাগানো হয়েছে বলে শুনেছি। এই তথ্য আদালতকে অবহিত করা হয়েছে।

এর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে শুক্রবার রাতে ওই হাসপাতালে ক্যানুলা স্বল্পতার কারণে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়।

এ ঘটনায় জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন জানিয়ে শুক্রবার (২ জুলাই) রাত ১১টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে বিষয়টি আদালতকে অবহিত করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে খোঁজ নিয়ে জানাতে বলেন।

বিজ্ঞাপন

এরপর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে ক্যানুলা সংকট সমাধানের তথ্য জানান।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

ক্যানুলা সঙ্কট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর