Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ছে তিস্তার পানি, আতঙ্কিত চরবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২১ ১৬:১১

লালমনিরহাট: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে লালমনিরহাটে বেড়ে চলেছে তিস্তা নদীর পানি। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন জেলার চরাঞ্চলের বাসিন্দারা।

রোববার (৪ জুন) সকালে তিস্তা নদীর পানি ডালিয়া-দোয়ানী পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি পেতে থাকলে আগামী কয়েক ঘণ্টায় পানির স্তর বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাড়িগুলোতে পানি না উঠলেও নিচু রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। পানির গতি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন।

তিস্তা ও ধরলা তীরবর্তী এলাকাগুলোতে বীজতলা ও বিভিন্ন ফসলি ক্ষেত পানিতে ডুবে যাচ্ছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির গতি নিয়ন্ত্রণ করতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানিবিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী বলেন, ‘ভারি বৃষ্টিপাত ও উজান থেকে পানি নেমে আসায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।’

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নেয়া আছে। পানিবন্দি পরিবারগুলোর সহায়তার জন্য শুকনো খাবার মজুদ করা হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

তিস্তার পানি ভারি বর্ষণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর