নওগাঁ: জেলার সাপাহার উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ছাত্রীর নাম জান্নাতুন (১৩)। রোববার (৪ জুলাই) দুপুরে ওই ছাত্রীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জান্নাতুন উপজেলার কোচ কুরুলিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি আল মাহমুদ বলেন, জান্নাতুন একই গ্রামে তার নানা সাহেব আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। আজ (বোরবার) দুপুরে পরিবারের লোকজন হঠাৎ শোবার ঘরে জান্নাতুনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে জান্নাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি আল মাহমুদ।