রাজবাড়ীতে করোনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
৫ জুলাই ২০২১ ২১:২২
রাজবাড়ী : রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মো. জামাল মাতুব্বর (৫২) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জামাল মাতুব্বর রাজবাড়ী জেলা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মানিকদাহ গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মাতুব্বরের ছেলে।
রাজবাড়ী জেলা বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর মো. সাইদুর রহমান জানান, মাত্র ২০দিন আগে জামাল মাতুব্বর জেলা ট্রাফিক বিভাগে যোগ দেন। করোনায় আক্রান্ত হওয়ায় গত ৩ জুলাই তাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সোমবার বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে রওনা করা হয়। অ্যাম্বুলেন্স কিছুদূর যাওয়ার পর জামাল বাথরুমে যাওয়ার কথা জানান। ওই সময়ই অ্যাম্বুলেন্স ঘুরিয়ে আবার রাজবাড়ী সদর হাসপাতালের দিকে নিয়ে আসা হয়। এর পরপরই জামালের মৃত্যু হয়।
এদিকে, পুলিশ কনস্টেবল জামাল মাতুব্বরের মৃত্যুর খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জামালের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন তারা।
সারাবাংলা/একে