Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ০১:২১

চুয়াডাঙ্গা: জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৫ জুলাই) বিকাল সাড়ে তিনটার সময় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত অ্যাড. আলমগীর হোসেন জেলার দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামের মরহুম আতাহার বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে স্ত্রীসহ এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন তিনি।

অ্যাড. আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড় ছেলে অভি জানান, গত ১৮ জুন করোনা পরীক্ষা করার জন্য বাবার নমুনা দেওয়া হয়। পরে ১৯ জুন তার করোনা পজিটিভ আসে। ২০ জুন রিপোর্ট হাতে পাওয়ার পর তাকে ঢাকায় হস্তান্তর করা হয়। গত ২১ জুন থেকে বাবাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছিল।

উল্লেখ্য, অ্যাডভোকেট আলমগীর হোসেন দুইবার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে চুয়াডাঙ্গার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এনএস

অ্যাডভোকেট আলমগীর হোসেন আইনজীবীর মৃত্যু করোনাভাইরাস চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর