ঢাকা: কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে রাজধানীর বকশীবাজার এলাকায় রিকশা ও প্রাইভেটকার ছাড়া কোনো ধরনের ভারী যানবাহন চোখে পরেনি। মোটরসাইকেলে দুজন চোখে পড়েছে। তবে তাদের চেক করে মামলা দিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বকশীবাজার মোড়ে রিকশাও চলেছে সীমিত। পায়ে হাঁটা লোকজনও ছিল কম। তবে সকাল থেকে একটি প্রাইভেটকারকে মামলা দেওয়া হয়েছে। এছাড়া মোড়ের পাশে একটি হোটেল খোলা থাকলেও অন্য দোকানগুলো বন্ধ দেখা যায়।
বকশিবাজার মোড়ে দায়িত্বরত চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ভোর ৬টা থেকে মোড়ে ডিউটি করছি। কিছু পণ্যবাহী গাড়ি চলছে। যেসব মোটরসাইকেলে দুজন করে চলছে সেগুলো চেক করে নামিয়ে দেওয়া হচ্ছে। একটি প্রাইভেটকারকে মামলা দেওয়া হয়েছে।