Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ পরিচালক নিয়োগ দিলেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১৭:০৩

ঢাকা: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা বোর্ডে নতুন পাঁচজন স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানের সাবেক পরিচালনা পর্ষদের অভিযুক্তদের বাদ দিয়ে নতুন পরিচালকদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পরিচালকেরা হলেন— অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক ডিরেক্টর জেনারেল এবং সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ও দুদক’র সাবেক পরিচালক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মিটফুল করিম, আইনজীবী আশরাফ আলী এবং এনামুল হাসান।

বিজ্ঞাপন

এসব পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতে ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের দেওয়া ১৬ জুনের এ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে।

আদালতে কোম্পানিটির পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। দুদক’র পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। তিনি জানান, কোর্ট কিছু ব্যক্তির নাম দিয়ে জানতে চাইল এদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা আছে কি না। সেটা দুদক’কে দিলাম। দুদক দেখল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কোনো উপযুক্ত আদালত থেকে জামিন না নেওয়ার আগ পর্যন্ত তারা আইনের দৃষ্টিতে পলাতক। এ অবস্থায় তারা কোম্পানি চালাবেন কীভাবে। এরপর আদালত কয়েকজন স্বাধীন পরিচালক নিয়োগ দেন।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার (পিকে) হালদার বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার সময়ে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের অবসায়নে হাইকোর্টে একটি আবেদন করা হয়। হাইকোর্ট ২০২০ সালের ১৯ জানুয়ারি কয়েকটি নির্দেশনাসহ আদেশ দেন। পরবর্তিতে প্রতিষ্ঠানটি অবসায়ন না এর পুনর্গঠনে নতুন করে পরিচালক নিয়োগ দিলেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

৫ পরিচালক নিয়োগ ইন্টারন্যাশনাল লিজিং হাইকোর্ট

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর