Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে যানবাহনের পাশাপাশি মানুষের উপস্থিতিও বেড়েছে

স্টাফ করেপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১৭:২১

ঢাকা: কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি অন্য দিনের চেয়ে বেড়েছে। কোনো কোনো সড়কে যানবাহন ও মানুষের চলাচল একেবারেই স্বাভাবিক সময়ের মতো দেখা গেছে। সড়কে বের হওয়া মানুষদের দাবি, জরুরি প্রয়োজনে বের হয়েছেন তারা। জরুরি প্রয়োজনে হাসপাতাল ছাড়াও ব্যাংক, বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের উদ্দেশে বের হওয়ার কথা বলছেন অনেকেই।

তবে পুলিশ বলছে, বিনা প্রয়োজনে বের হওয়া যানবাহন এবং মানুষ সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরেজমিনে রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও তাদের নজদারি খানিকটা কমেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর মিরপুর সড়কের দারুস সালাম, কল্যাণপুর, শ্যামলী, শেরেবাংলানগর ও আসাদগেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিনে সড়কে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতির পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এদিন সড়কের প্রতিটি মোড়ে পুলিশের পেকপোস্ট থাকলেও সেখানে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য দেখা যায়নি।

সকালে ১১টায় মিরপুর রোডের দারুস সালামে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (বিআইএইচএস) জেনারেল হাসপাতালেরস সামনে পুলিশের টেকপোস্টে যানবাহন থামিয়ে চালক-আরোহীকে সড়কে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় বেশকয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা দিতে দেখা যায়। এ ছাড়া মিরপুর রোডের বেশিরভাগ পেকপোস্টে পুলিশের তৎপরতা খুবই কম ছিল।

কল্যাণপুর ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্বরত উপপরিদর্শক আ. রহিম সারাবাংলাকে বলেন, ‘রাস্তায় গাড়ির পরিমাণ কিছুটা বেড়েছে। মানুষও বিভিন্ন জরুরি কাজের কথা বলে বের হচ্ছেন। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করছি বিনা কারণে কেউ যেন বের হয়ে রাস্তায় না আসে। আর জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

উপস্থিতি মানুষ যানবাহন সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর