Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশকে আফগানিস্তান বানিয়ে লুটেপুটে খেতে চেয়েছিল তারেক জিয়া’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১৮:০৫

চট্টগ্রাম ব্যুরো: তারেক রহমান তার মা খালেদা জিয়ার মদদে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে লুটেপুটে খাওয়ার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে নিজের নির্বাচনি এলাকা চট্টগ্রাম-৯ আসনের দুঃস্থ-অসহায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এ অভিযোগ করেন। ‘রহমতগঞ্জে রক্ষাকালী আবাসন প্রকল্পের’ পক্ষ থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, ‘সকালে খবরে দেখলাম, তালেবান গোষ্ঠী আবার আফগানিস্তান দখল করে ফেলছে। এই তালেবানি শক্তিকে একদিন এদেশের কোনো কোনো গোষ্ঠী সমর্থন দিয়েছে, আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তারাই একদিন বলতো- আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই স্লোগান এখন শোনা যায় না। কিন্তু তার মানে তারা কেউ এদেশ ছেড়ে পালিয়ে গেছে এমন নয়। তারা সবাই বাংলাদেশেই আছে। বিভিন্ন রাজনৈতিক দলের নামে বিভিন্ন চেহারা নিয়ে আছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন বলেই তারা নিয়ন্ত্রণে আছে। আর তারা নিয়ন্ত্রণে আছে বলেই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি।’

তারেক রহমানের বিরুদ্ধে জঙ্গিবাদি শক্তিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক দল দেশে ধর্মীয় সংঘাত তৈরির চেষ্টা করছে। দেশে মৌলবাদী উত্থানের জন্য কাজ করে যাচ্ছে তারা। বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, তখন তারেক রহমান জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীনকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করেছিল। তার মায়ের মদদে তারেক রহমান জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। তারেক রহমান চেয়েছিল দেশটাকে আফগানিস্তান বানিয়ে লুটেপুটে খেতে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসায় বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানানোর জন্য তারেক রহমানের স্বপ্ন সফল হয়নি।’

বিজ্ঞাপন

‘আজ শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই এদেশে সকল সম্প্রদায় ও ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। অনেক দল আছে যারা মানুষের মাঝে হানাহানি, সাম্প্রদায়িক সহিংসতা করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। শেখ হাসিনা তাদের মোকাবিলা করে বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনা করছেন।’

লকডাউন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশে ইতোমধ্যে এক কোটি ভ্যাকসিন এসেছে। আরও এক কোটি ভ্যাকসিন আসছে। মোট জনসংখ্যার বড় অংশকে দ্রুত ভ্যাক্সিন দেওয়ার পর লউডাউন তুলে দেওয়া হবে। আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব।’

জনসাধারণকে ধৈর্র‌্যধারণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক বিদুৎ বড়ুয়া, নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক আজিজুর রহমান আজিজ, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু।

সারাবাংলা/আরডি/পিটিএম

তারেক জিয়া মুহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর