Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ ইয়র্কে বেঙ্গল সোসাইটির জমজমাট বনভোজন

সারাবাংলা ডেস্ক
৭ জুলাই ২০২১ ১৪:১২

যুক্তরাষ্ট্র: ইয়র্ক অঙ্গরাজ্যের লংআইল্যান্ডের ব্যার্থ পেইচ স্টেট পার্কে বেঙ্গল সোসাইটি অব নিউ ইয়র্কের জমজমাট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ জুলাই) আনন্দঘন পরিবেশে বেঙ্গল সোসাইটির সদস্যরা পরিবার-পরিজন নিয়ে বনভোনের আয়োজন করে।

এদিন বেঙ্গল সোসাইটির পরিবারের সদস্যরা আনন্দ উৎসবে মেতে ওঠে। কারণ দীর্ঘ ১৬ মাস করোনায় ঘরে বসে দিন যাপনের পর লং আইল্যান্ডে তারা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে। সেখানে তারা সবুজ গাছের নিচে বসে ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠে। এর আগে সকালে নিজ নিজ গাড়ি নিয়ে একে একে পার্কে প্রবেশ করে বেঙ্গল সোসাইটির সদস্য ও পরিবার পরিজন ও অতিথিরা। সেখানে অতিথিদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। এর পর ছোট ছোট ছেলে মেয়েদের খেলা শুরু হয়। দুপুর দুই টার পর মধ্যাহ্ন ভোজে দেশীয় স্বাদে রকমারি খাবার পরিবেশন করা হয়। এরপর মহিলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এর পর শুরু হয় প্রবাসী শিল্পী শাহানাজ পারুল ও রোকসানা হায়দারের সঙ্গীত পরিবেশনা।

বিজ্ঞাপন

বনভোজনে প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলী, ডিউক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক মো. সোলেমান আলী, চিটাগাং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাসুদ সিরাজী, সৈয়দ মোরর্শেদ রেজভী চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, কবি আবদুর শহীদ, ল সোসাইটির অ্যাটর্নি মো. আলী বাবুল, অ্যাটর্নি রাফী প্রমুখ।

বিজ্ঞাপন

বেঙ্গল সোসাইটির এই বনভোজনের সভাপতি মাহমুদুর হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলী সবুজ, কোষাধ্যক্ষ বোরহান খান এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর অক্লান্ত পরিশ্রমে বনভোজন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/পিটিএম

নিউ ইয়র্ক বেঙ্গল সোসাইটি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর