জয়পুরহাট: পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ আলী পাপ্পু নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই ) দুপুরে পৌর শহরের সাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আলী পাপ্পু জয়পুরহাট পৌর শহরের শেখ পাড়া মহল্লার আজাদ হোসেনের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে পাপ্পু বারোঘাটি পুকুরে গোসল করার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।