Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধেও স্বাস্থ্য খাতকে সচল রাখতে সহায়তা করছে মাইসফট

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২১ ২২:৪১

ঢাকা: চলমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ‌্যেও জরুরি স্বাস্থ্যসেবা খাতকে সহযোগিতা করে যাচ্ছে মাইসফট লিমিটেড। স্বাস্থ্যসেবাকে আরও বেশি সহজ করতে ও মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে বিভিন্ন ধরনের হেলথকেয়ার সফটওয়্যার দিয়ে সহায়তা করে আসছে এই সফটওয়্যার কোম্পানি।

গণমাধ্যমে পাঠানো মাইসফটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের তৈরি ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম (এলআইএস) এবং রেডিওলজি ইনফরমেশন সিস্টেম (আরআইএস) বিভিন্ন ডায়াগনস্টিক মেশিনের সঙ্গে ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ভুল এবং দ্রুত রোগ নির্ণয় নিশ্চিত করাসহ ল্যাব পরীক্ষার আবেদন, নমুনা সংগ্রহ, দ্রুত ফলাফল এন্ট্রি, পেমেন্টের ওপর ভিত্তি করে রিপোর্ট প্রদান, রিএজেন্ট স্টকের নোটিফিকেশনপ্রাপ্তি ইত্যাদি কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

মাইসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুল হক বলেন, স্বাস্থ্য সম্পর্কিত সফটওয়্যার সেবা নিশ্চিত করতে প্রয়োজন সার্বক্ষণিক সাপোর্ট। সেই উদ্দেশ্যে করোনাকালীন এই কঠিন সময়েও দেশের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের কর্মীরা সশরীরে উপস্থিত থেকে এই সাপোর্ট নিশ্চিত করছেন, যেন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নির্বিঘ্নে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে যেতে পারে।

মাইসফটের সফটওয়্যার সল্যুশন ব্যবহার করছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। হাসপাতালটির সিইও আল ইমরান চৌধুরি বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যসেবাকে অনেকটা সহজ করেছে সফটওয়্যারের ব্যবহার। তবে এই সফটওয়্যারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চাই সার্বক্ষণিক সাপোর্ট। আমরা আমাদের হাসপাতালে মাইসফট লিমিটেডের বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করছি, যা আমাদের এই করোনাকালেও চিকিৎসাসেবা দিতে সহায়ক হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন

আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেন, একটি হাসপাতাল যদি তার রোগীদের উন্নত মানের সেবা দিতে চায়, তাহলে তাকে তথ্যপ্রযুক্তির সাহায্য নিতেই হবে। আর করোনাকালে এর প্রয়োজনীয়তা আরও বেড়েছে। মাইসফটের সফটওয়্যার ব্যবহারের ফলে হাসপাতালে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পেরেছি। এই করোনাকালেও তারা আমাদে হাসপাতালে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

মাইসফট জানিয়েছে, এক দশকে সারাদেশে দুই শতাধিক সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অটোমেশনে সফলভাবে সফটওয়্যার সেবা দিয়ে আসছে তারা। প্রতিষ্ঠানটি মহামারির শুরু থেকেই করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যসেবায় বিভিন্ন প্রযুক্তিগত টুলস ও সল্যুশন সহায়তা দিয়ে আসছে।  স্বাস্থ্যসেবায় উন্নত প্রযুক্তির ব্যবহার এখন অবধি মহামারি মোকাবিলায় বড় ভূমিকা রেখেছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

মাইসফট স্বাস্থ্য খাতের সফটওয়্যার