হাইতির প্রেসিডেন্ট খুন: পুলিশের গুলিতে ৪ হত্যাকারীর মৃত্যু
৮ জুলাই ২০২১ ১০:১২
হাইতির প্রেসিডেন্ট জোভেন মোসে নিজ বাড়িতে একদল অস্ত্রধারীর হামলায় প্রাণ হারানোর পর ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার জনকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের হাতে গ্রেফতার রয়েছেন আরও দুই সন্দেহভাজন। খবর বিবিসি।
এছাড়াও, প্রেসিডেন্ট জোভেন মোসে হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরকে ‘জীবত অথবা মৃত’ গ্রেফতারে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন পুলিশ।
স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরকেও গ্রেফতার করবে নিরাপত্তা বাহিনী। হত্যাকাণ্ডের সময় জিম্মি করে রাখা তিন পুলিশ সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাতের আঁধারে বাসায় ঢুকে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা
এর আগে, বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডে জোসেফ এক বিবৃতিতে প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানিয়েছিলেন। সে সময় মাথায় গুলিবিদ্ধ ফার্স্টলেডিকে উন্নত চিকিতসার জন্য ফ্লোরিডায় স্থানান্তর করার কথা জানানো হয়। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ফার্স্টলেডির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে, ক্লাউডে জোসেফ প্রেসিডেন্টের অবর্তমানে নিজেই দেশের দায়িত্বভার গ্রহণ করেই জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি, ওই হত্যাকাণ্ডকে বর্বরোচিত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিনাতিপাত করতে থাকা হাইতির মানুষের মঙ্গল কামনা করেছেন তারা।
প্রসঙ্গত, উত্তর আমেরিকা মহাদেশের দারিদ্র্যপীড়িত দেশ হাইতি। দেশটিতে সম্প্রতি ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়সী জোভেন মোসে।
সারাবাংলা/একেএম