বিজ্ঞাপন

রাতের আঁধারে বাসায় ঢুকে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

July 7, 2021 | 4:51 pm

আন্তর্জাতিক ডেস্ক

হাইতির প্রেসিডেন্ট জোভেন মোসের নিজ বাড়িতে একদল অস্ত্রধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জোসেফ তার বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টার (৭ জুলাই) দিকে পোর্ট-অ-প্রিন্স এলাকায় প্রেসিডেন্টের বাড়িতে একদল অস্ত্রধারী লোক হামলা চালায়। এতে প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট। ফার্স্ট লেডি আহত হয়েছেন। তার মাথায় গুলি লেগেছে।

হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তারা স্প্যানিশ ভাষায় কথা বলছিল বলে জানানো হয়। এছাড়া এ ঘটনার অন্যান্য বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

প্রধানমন্ত্রী জোসেফ জানিয়েছেন, প্রেসিডেন্টের অবর্তমানে দেশের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এছাড়া ওই বিবৃতিতে এ ঘটনাকে বর্বর আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আমেরিকা অঞ্চলের দারিদ্র্যপীড়িত দেশ হাইতি। দেশটিতে সম্প্রতি ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়েসী জোভেন মোসে।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন