বগুড়ায় আরও ১৫ মৃত্যু
৯ জুলাই ২০২১ ২০:১০
বগুড়া: জেলায় করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার তিন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৯ এবং উপসর্গ নিয়ে ছয় জনসহ আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭০ জন।
জেলা সিভিল সার্জন অফিস জানাচ্ছে, ২৪ ঘণ্টায় ৫১২ নমুনা পরীক্ষা করে ১৭০ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ২ শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহম্মাদ আলী হাসপাতালে চার জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিন জন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা জেলার কাহালু, নন্দীগ্রাম, আদমদিঘী, দুপচাঁচিয়া, শেরপুর, বগুড়া সদর এবং শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জন এবং করোনা ডেডিকেটেড মোহাম্মাদ আলী হাসপাতালে দুই জন মারা গেছেন।
এছাড়াও, জেলার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শুক্রবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ৫৯৪ চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে, মোহাম্মাদ আলী হাসপাতালে নিধার্রিত শয্যার অতিরিক্ত ৪১ জনসহ ২৯১ জন, শজিমেক হাসপাতালে ১৯১ এবং টিএমএসএস হাপতালে ১০৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
সারাবাংলা/একেএম