Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে করোনায় ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৮:০৫ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:৩৩

করোনাভাইরাস। ছবি কোলাজ: সারাবাংলা

যশোর: যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত শেখ আমির যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।

জানা যায়, শেখ আমির কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ জুন সার্জারি বিভাগে ভর্তি হন। করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় তার পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ শনাক্ত হলে ১৬ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন জানান, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী আছেন। তারা করোনায় আক্রান্ত কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

করোনা করোনায় মৃত্যু যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর