কারখানায় আগুন: ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে আ. লীগের প্রতিনিধি দল
১০ জুলাই ২০২১ ১২:৩০
ঢাকা: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শনে যাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল।
রোববার (১১জুলাই) সকাল ১০টার দিকে আগামীকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে প্রতিনিধি দলটি রওয়ানা দেবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আনোয়ার হোসেন শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
উল্লেখ্য, বৃহস্পতিবার ( ৮ জুলাই) সন্ধ্যায় রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুডস লিমিটেডের কারখানায় আগুন লাগে। এই কারখানার মালিক সজীব গ্রুপ।
আগুনে ৫২ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার দিন মৃত্যু হয় তিন শ্রমিকের। বাকি ৪৯ জনের মরদেহ কারখানার ফ্লোর থেকে উদ্ধার করা হয়।
লাশের পরিচয় শনাক্তের জন্য তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
সারাবাংলা/একে