নমুনা পরীক্ষা, সংক্রমণ ও মৃত্যু কমেছে ২৪ ঘণ্টায়
১০ জুলাই ২০২১ ১৭:৪১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ ও করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এর সঙ্গে সঙ্গে কমেছে নমুনা পরীক্ষাও আগের দিনের চেয়ে প্রায় ১০ হাজার কম হয়েছে। তাতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের শরীরে। একই সময়ে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৫ জনের।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেলে ১০ লাখ ৯ হাজার। করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১৬ হাজার একশ। একই সময়ে ৫ হাজার ৭৫৫ জন সুস্থ হওয়ায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ছাড়িয়ে গেছে ৮ লাখ ৬৮ হাজার।
শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বুলেটিনে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আগের দিনের মতোই ৬১৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। তবে আগের দিন এসব ল্যাবে ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হলেও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। এ নিয়ে দেশে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা হলো।
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৮ হাজার ৭৭২টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে গত চার দিন টানা সংক্রমণ শনাক্ত হয়েছে ১১ হাজারের বেশি। এর আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৯ হাজারের বেশি। এই পাঁচ দিনের বাইরে এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ। অর্থাৎ সার্বিক হিসাবে এটি ষষ্ঠ সর্বোচ্চ।
এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের দিনের ৩০ দশমিক ৯৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩১ দশমিক ৪৬ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।
একদিনে চতুর্থ সর্বোচ্চ মৃত্যু
গত তিন দিনে করোনা সংক্রমণ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ২০১ জন, ১৯৯ জন ও ২১২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮৫ মৃত্যু এর পরই সর্বোচ্চ। অর্থাৎ সার্বিক বিচারে এটি একদিনে চতুর্থ সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ১৬ হাজার ১৮৯ জনে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১২১ জন, নারী ৬৪ জন। তাদের মধ্যে ১২ জন বাসায় ও ১৭২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯২ জনের বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জন, তৃতীয় সর্বোচ্চ ২২ জন মারা গেছেন ৪১ থেকে ৫০ বছর বয়সী। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৩ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী পাঁচ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী এক জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এছাড়া ১০ বছরের কম বয়সী এক শিশুও একই সময়ে করোনা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছে।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিন ধরে খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৭০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জন মারা গেছেন খুলনা বিভাগে, তৃতীয় সর্বোচ্চ ২০ জন চট্টগ্রাম বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ১৩ জন ও রংপুর বিভাগে মারা গেছেন ১১ জন। এর বাইরে বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে সাত জন ও ময়মনসিংহ বিভাগে তিন জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।
কমেছে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে। আগের দিন ৬ হাজার ৩৮ জন সুস্থ হয়ে উঠেছিলেন করোনা সংক্রমণ থেকে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৫ হাজার ৭৫৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন মোট ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০১ শতাংশ।
সারাবাংলা/টিআর