সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি
১১ জুলাই ২০২১ ১২:১৫
ঢাকা: পবিত্র ঈদুল আজহার তারিখ জানানোর জন্য রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বাদ মাগরিব সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদ ২০ জুলাই
শুক্রবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ইংরেজি ১১ জুলাই থেকে হিজরি মাস জিলহজ শুরু হবে। তাই এ মাসের দশম দিন, অর্থাৎ ২০ জুলাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।
সারাবাংলা/একে