মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খোলা রাখার নির্দেশ
১১ জুলাই ২০২১ ১৬:৫৫
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলাকালে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ থাকলেও জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অডিট আপত্তি নিষ্পত্তির জন্য ব্রডশিট জবাব তৈরি, বাজেট সংক্রান্ত কাজ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তিরকাজসহ জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী ১৪ জুলাই পর্যন্ত সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ এবং ১৮ তলায় এবং পরিবহন পুল ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮০৮ এবং ৮০৯ নম্বর কক্ষ খোলা রাখা প্রয়োজন।
আদেশে আরও বলা হয়েছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলাকালে সংশ্লিষ্ট নির্দিষ্ট ভবনের কক্ষগুলো সকাল নয়টায় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখা হবে। অফিস চলাকালীন সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়াসহ বিদ্যুৎ, পানি সরবরাহ, লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপের পর থেকে অন্যান্য বিভাগের মতো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগও বন্ধ রাখা হয়।
সারাবাংলা/জেআর/একে