Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২১ ১৭:৩৯

কুষ্টিয়ায়: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলার সিভিল সার্জনের পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটিতে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আজ সকালে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ২৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ৭০ জনই কুষ্টিয়া সদর উপজেলার এবং বাকি তিনজন ভেড়ামারা উপজেলার। নমুনায় পরীক্ষার বিপরীতে শনাক্তের এ হার ২৬ দশমিক ৭ শতাংশ। জেলায় এখন পর্যন্ত ১০ হাজার ৩০৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ছয় হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ৩৩৮ জন।

বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার বেশি থাকায় করিডোরেও থাকতে হচ্ছে তাদের। ২০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে রোগী আছেন ২৮৫ জন। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা থাকলেও অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের অসুবিধায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।

এদিকে জেলার সিভিল সার্জন ড. এইচ এম আনোয়ারুল ইসলামের পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত হয়েছে। তবে ড. আনোয়ারুল ইসলামের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

এ বিষয়ে ড. আনোয়ারুল ইসলাম সারাবাংলাকে জানান, তার করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু করোনাভাইরাস কুষ্টিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর