Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া সম্ভব, দাবি বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২১ ২০:০০

করোনাভাইরাসের পৃথক দুটি ভ্যারিয়েন্টেও আক্রান্ত হতে পারেন কোনো ব্যক্তি। বেলজিয়ামে ৯০ বছর বয়েসি এক নারীর শরীরে দুটি ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মার্চে মারা গেছেন। সিএনবিসির খবর।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার শরীরের করোনাভাইরাসের আলফা ও বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। তার নমুনা নিয়ে করা পরীক্ষানিরীক্ষার ফল সম্প্রতি ইউরোপীয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিসে উপস্থাপন করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাসের দুটি ভ্যারিয়েন্টে আক্রান্তের ঘটনা এটাই প্রথম। তবে পরীক্ষানিরীক্ষার ফল বলছে, যে কেউ দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন। তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের তাগিদ দেন বিশেষজ্ঞরা।

দুটি ভ্যারিয়েন্টে আক্রান্ত ওই বৃদ্ধ নারী করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি বলেও জানান বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনগুলো এ পর্যন্ত উদ্ভূত প্রত্যেকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তাই ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব রুখতে ভ্যাকসিন প্রয়োগের উপর জোর দিচ্ছেন তারা।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর