Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, টিকিট অনলাইনে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১৯:৫৭

ফাইল ছবি

ঢাকা: ঈদু আজহাকে সামনে রেখে বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল অবস্থায় থাকবে বলে জানা গেছে। আর সেজন্য ওইদিন থেকে অর্ধেক আসন খালি রেখে সারাদেশে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার( ১২ জুলাই) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেনের টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট বিক্রি হবে না।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই কঠোর বিধিনিষেধ জারি করার পর থেকে সারাদেশে সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ ট্রেন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর