ভ্যাকসিনের জন্য দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের আবেদন আহ্বান ঢাবির
১৩ জুলাই ২০২১ ১৫:১০
ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিতে দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দফায় আবেদন করতে না পারা নিয়মিত শিক্ষার্থীদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অথচ সুরক্ষা ওয়েবসাইটে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছেন না তাদের কোভিড-১৯ টিকা প্রাপ্তির জন্য আগামী ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
শিক্ষার্থীদের ভ্যাকসিনের আবেদনের জন্য https://ssl.du.ac.bd/studentlogin ওয়েব লিংকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্যাকসিনের জন্য আবেদন করা যাবে।
সারাবাংলা/আরআইআর/পিটিএম