Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় জাল টাকা তৈরি চক্রের গ্রেফতার ২ সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৭:২৫

ঢাকা: একটি কারখানার সন্ধানসহ বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই চক্রের আরও তিন সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল।

মঙ্গলবার (১৩ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (গুলশান) অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাটারা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করেন।

বিজ্ঞাপন

এরপর আসামি আব্দুর রহিম শেখ ও হেলাল উদ্দিনের ১০ দিনের রিমান্ড এবং ফাতেমা, ইসরাফিল ও আনোয়ার হোসেনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— আব্দুল রহিম শেখ ও হেলাল খান। আর কারাগারে যাওয়া তিন আসামি হলেন— আব্দুল রহিমের স্ত্রী ফাতেমা, ইসরাফিল ও আনোয়ার হোসেন ওরফে আনু হাওলাদার।

ওই আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোসসাজশে বিভিন্ন জালনোট প্রস্তুত করে প্রতিনিধির মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় সুকৌশলে লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে বাজারজাত করে আসছিল।

গত সোমবার ভাটারায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ জানায়, অভিযানকালে কারখানাটি থেকে এক হাজার টাকা ও ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৪৩ লাখ তৈরিকৃত জাল টাকা, একটি ল্যাপটপ, দুইটি কালার প্রিন্টার, বিপুল পরিমাণে আঠা ও আইকা, বিভিন্ন ধরনের রং, জাল টাকা তৈরির প্রচুর কাগজ, নিরাপত্তা সুতার বান্ডেল, লেমিনেটিং মেশিন, কাটার, বঙ্গবন্ধু প্রতিকৃতি ও বাংলাদেশ ব্যাংকের লোগো সম্পন্ন বিশেষ কাগজ জব্দ করা হয়। যা দিয়ে কয়েক কোটি মূল্যের জাল টাকা তৈরি করা সম্ভব।

বিজ্ঞাপন

গ্রেফতাকৃতরা জাল টাকা ও মাদক কেনাবেচার কাজে জড়িত থেকে এর আগেও গ্রেফতার হয়েছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এছাড়া গ্রেফতার ফাতেমা বেগম ২০১৯ সালে হাতিরঝিল এলাকার একটি বাসায় জাল টাকা তৈরি করার সময় অপর সহযোগীসহ হাতেনাতে ধরা পড়েছিল বলেও জানিয়েছিল ডিবি পুলিশ।

সারাবাংলা/এআই/এনএস

২ সদস্য রিমান্ডে বাড্ডায় জাল টাকা তৈরি চক্র বিপুল পরিমাণ জাল টাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৫৬

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর