Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৩৫

সিরাজগঞ্জ আদালত প্রাাঙ্গন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় ৩ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের
বিচারক কানিজ ফাতিমা এ রায় দিয়েছেন।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন— সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আসামী শ্রী অন্তিম দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণতি না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।’

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ‘২০২২ সালের ১০ অক্টোবর রাত ৮টার দিকে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খাওয়ার জন্য বাড়ির পাশ্ববর্তী বজলুর রহমানের চায়ের দোকানে যায়। এসময় শ্রী অন্তিম দাস নামে এক যুবক কৃষক সাইফুল ইসলামকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে কৃষক সাইফুল ইসলাম আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহ্নত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়রী করেন।

তদন্তকালে পুলিশ শাকিল শেখ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন সে জানায়, ‘আসামী আব্দুর রাজ্জাক, নায়েব আলী, শ্রী অন্তিম দাসসহ অজ্ঞাত ছয় বা সাত ব্যক্তি সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকা করে তাস খেলা শেষ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৃষক সাইফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে ঘুরকা খালের কচুরী পানার মধ্যে ঢেকে রাখে।’ পরে ১৩ অক্টোবর সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬ বা ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক আজ তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

সারাবাংলা/এইচআই

যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর