ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু
১৬ জুলাই ২০২১ ২২:৪২
ময়মনসিংহ: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন করোনা ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিন নতুন করে আরও ২৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ছয়জন, নেত্রকোনায় দুইজন এবং কুড়িগ্রাম, জামালপুর, গাজীপুর, শেরপুর ও টাঙ্গাইলের একজন করে ছিলেন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৮৯৯ নমুনা পরীক্ষায় নতুন করে ২৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ১১৩ জনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এনএস
করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু করোনাভাইরাস ময়মনসিংহ মেডিকেল কলেজ