রাবির দুর্নীতিবিরোধী শিক্ষকদের নতুন আহ্বায়ক সফিকুন্নবী সামাদী
১৭ জুলাই ২০২১ ১৫:৫৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের নতুন আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর সফিকুন্নবী সামাদী। শুক্রবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের ১৫০ নম্বর কক্ষে দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমাজ গত দুই বছর ধরে দুর্নীতিগ্রস্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুস সোবহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তারই প্রেক্ষিতে সরকার দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর সুলতানুল ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী প্রায় ১০০ শিক্ষক সভায় উপস্থিত ছিলেন। আগামী দিনগুলো যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত থাকে, এই বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় বলা হয়, নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম যদি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, তাহলে দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ তার বিরুদ্ধেও লড়াই করবে। দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের লড়াই কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। তাদের লড়াই শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে।
সারাবাংলা/এএম