যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১২:২৮
১৯ জুলাই ২০২১ ১২:২৮
যশোর : সীমান্তবর্তী জেলা যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ২১৪ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা হাসপাতালের রেডজোনে আটজন, অন্যান্য উপজেলা ভিত্তিক রেডজোনে তিনজন ও ইয়োল জোনে করোনা উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার প্রায় ২১ শতাংশ। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ২৮০। মোট আক্রান্ত ১৭ হাজার ২১০। মোট সুস্থ ১০ হাজার ৮৯৭।
তিনি আরও জানান, বর্তমানে করোনা আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি আছেন ১৩০ জন এবং হাসপাতালের আইসোলেশনে (ইয়েলো জোনে) ভর্তি ৬০ জন।
সারাবাংলা/এএম