Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বস্তিতে ফেরি পার হচ্ছে পশুবাহী ট্রাক, খুশি ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১২:৫৯

মানিকগঞ্জ: কোরবানির পশুবাহী ট্রাক নিয়ে এবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি পারাপারে বড় কোন ধরনের ভোগান্তিতে পড়তে দেখা যায়নি গরু ব্যবসায়ীদের। ঈদে পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রির চাপ কম থাকায় গরু ব্যবসায়ীরা ঘাটে পথে ভোগান্তিতে পড়ছে না বলে তারা জানিয়েছেন। এতে তারা অনেক খুশি।

ব্যবসায়ীরা জানান, দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারে কিছুটা বিড়ম্বনায় পড়লেও পাটুরিয়া ঘাট স্বাভাবিক থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না তাদের। ঘাট পার হয়ে তারা সরাসরি ঢাকার গাবতলীসহ দেশের বিভিন্ন পশুর হাটে যাচ্ছে। বিগত কোরবানির ঈদগুলোতে ঘাটে পথে তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এই প্রথমবারের মতো তারা স্বাচ্ছন্দ্যে গরু নিয়ে দেশের বিভিন্ন হাটে যাচ্ছেন বিড়ম্বনা ছাড়াই।

ফরিদপুরের গরু ব্যবসায়ী আলমাছ শেখ বলেন, ‘১৫টি গরু নিয়ে ঢাকার গাবতলীর হাটে যাচ্ছি। এই প্রথমবারের মত ঘাটে এসে কোন ধরনের যানজটে পড়তে হয়নি। আগের কোরবানির ঈদগুলোতে যানজটের কারণে রাস্তায় ৮-১০ ঘণ্টা আটকে থাকতে হত। এবার রাস্তাঘাটে কোনো ধরনের দুর্ভোগ না থাকায় আমরা খুশি।’

কুষ্টিয়ার গরু ব্যবসায়ী সেলিম মিয়া জানান, ট্রাকবোঝাই গরু নিয়ে দৌলতদিয়া ঘাটে কিছুটা বিড়ম্বনায় পড়লেও তাতে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। দ্রুত হাটে গিয়ে গরু গুলো বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ। ঘাট সহজেই পার হতে পারায় তাদের মতো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গরু ব্যবসায়ী কিংবা খামারিরা এবার খুশি।

এদিকে, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ নেই পাটুরিয়া ঘাটে। যানবাহন ও যাত্রীর চাপ কম থাকায় পাটুরিয়া ঘাট একেবারেই স্বাভাবিক।

বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান ঈদে ঘরমুখো যাত্রীরা যানবাহন পারাপারে ১৭টি ফেরি চলাচল করছে। চাপ কম থাকায় স্বস্তিতে মানুষজন ঘরে ফিরছেন। এছাড়া কোরবানির পশুবাহী ট্রাকগুলো স্বাচ্ছ্যন্দে ফেরি পারাপার হয়ে ঢাকার গাবতলীসহ বিভিন্ন হাটে যাচ্ছে।

এদিকে আরিচা ও কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানেও যানবাহন ও যাত্রীর চাপ নেই।

সারাবাংলা/এমও

পাটুরিয়া ঘাট ফেরি পার


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর