‘মহামারিতে শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে থাকতে হবে’
১৯ জুলাই ২০২১ ১৭:৫৬
ঢাকা: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, করোনা মহামারিতে আমাদের দায়িত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সোমবার (১৯ জুলাই) পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
এ সময় করোনা মহামারির শুরু থেকে দলে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে দাঁড়ানোর প্রসঙ্গ তুলে ধরেন এসএম কামাল। তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে করোনার সময় মাননীয় নেত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা যেমন বাংলাদেশের মানুষের চোখের ভাষা বোঝেন, মনের কথা বোঝেন, তেমনি আমাদের শেখ হাসিনার চোখ ও মনের ভাষা বুঝতে হবে। শেখ হাসিনা চায়, বঙ্গবন্ধুর বাংলাদেশে যাতে একটি মানুষও না খেয়ে মারা না যায়। একটি লোকও যেন অসহায় অবস্থায় কষ্ট না পায়। বিনা চিকিৎসায় কেউ মারা না যায়।’
করোনা মহামারিতে মানুষের পাশে থাকার জন্য স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, ‘একটি অংশ আজ প্রশাসন, আওয়ামী লীগ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে। এই মহামারির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা যার যার দায়িত্ব নিয়ে শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুযায়ী মহামারি প্রতিরোধে কাজ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসএম কামাল বলেন, ‘রাজশাহী বিভাগের কোনো ওয়ার্ডে যাতে কোনো মানুষ না খেয়ে মারা না যায়। যদি মারা যায় তাহলে ওই ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ এবং নির্বাচিত প্রতিনিধিদেরকে কৈফিয়ত দিতে হবে। কারণ করোনার সময় মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে রাজনৈতিক কর্মীদের নৈতিক দায়িত্ব।’
সাঁথিয়া উপজেলা প্রান্তে ফাউন্ডেশনের সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম আসিফ শামস রঞ্জনের সভাপতিত্ব করেন এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানু অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. মনসের চৌধুরী, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম