Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির মন্ত্রী বাংলাদেশি? রাজ্যসভায় তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২১ ১৮:২৭

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে তোলপাড় রাজ্যসভা। সোমবার (১৯ জুলাই) চলতি মওসুমে রাজ্যসভার অধিবেশন চালুর প্রথম দিনে নব নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এ অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নাগরিকত্ব বিতর্কের তদন্ত দাবি করেছে ভারতীয় কংগ্রেস।

রাজ্যসভায় নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে বিজেপিও কড়া ভাষায় প্রতিবাদ জানায়। রাজ্যসভায় বিজেপি সদস্যদের দাবি, নিশীথ প্রামাণিক ভারতের নাগরিক। বিজেপির দলনেতা পীযূষ গয়াল বলেন, নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে উঠা প্রশ্ন ভিত্তিহীন। পক্ষে-বিপক্ষে এমন বক্তব্যে রাজ্যসভায় হট্টগোল শুরু হয়।

বিজ্ঞাপন

তবে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব বিতর্ক এখানেই শেষ নয়। তার প্রকৃত পরিচয় জানতে সরকারের উপর চাপ অব্যাহত থাকবে। বাংলাদেশের কোনো নাগরিক ভারতের মন্ত্রী হতে পারেন না।

এর আগে নিশীথের নাগরিকত্বের ব্যাপারে আপত্তি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছিলেন আসাম কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভা সদস্য রিপুন বরা। তবে এত বিতর্কের মধ্যেও খুদ নিশীথের তরফ থেকে কোনো মন্তব্য এখনও আসেনি।

উল্লেখ্য, নিশীথ প্রামাণিকের আদি বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়। জানা যায়, নিশীথ প্রামাণিকের বাবা ১৯৭৪ সালে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমিয়েছিলেন।

নিশীথ প্রামাণিক ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে কোচবিহার থেকে লোকসভা সদস্য নির্বাচিত হন। দুই বছরের মাথায় গত ৭ জুলাই তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর