৩ দিনে নিম্ন আদালতে ৮২৯১ আসামির জামিন
১৯ জুলাই ২০২১ ২৩:৫৯
ঢাকা: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতায় উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের অধস্তন আদালতে গত তিন কার্যদিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ৮ হাজার ২৯১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৯ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট তিন কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১৩ হাজার ১৭০টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এতে মোট ৮ হাজার ২৯১ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
তিনি আরও জানান, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে ১৭ জুন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৩৭ হাজার ৩৩০টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এই সময়ে ৬৯ হাজার ৬৫৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।
এর আগে, ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে মোট ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১ লাখ ৪৭ হাজার ৩৩৯টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়।
সারাবাংলা/কেআইএফ/টিআর