Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকাল থেকে বৃষ্টিতে পাটুরিয়া ঘাটে ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১১:৩৪ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১১:৩৫

মানিকগঞ্জ : ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে। যানবাহন ও যাত্রী পারাপারের জন্য ১৬টি ফেরি চলাচল করছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। সোমবার (১৯ জুলাই) বিকাল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়।

এদিকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকে বৃষ্টির কারণে ঘাট এলাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বৃষ্টির কারণে যানবাহনগুলো ধীরগতিতে ফেরি ওঠায় ঘাটে যানবাহনের চাপও বেড়েছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানিয়েছেন, যাত্রীবাহী বাসের পাশপাশি ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাপ অনেক বেশি। ১৬টি ফেরিতে এসব যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

এদিকে আরিচা-কাজিরহাট নৌরুটেও যানবাহনের চাপ বেড়েছে। ওই রুটে তিনটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ পাটুরিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর