Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে থাকার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদুল আজহার ছুটিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দিয়েছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার (১৯ জুলাই) এই নির্দেশনা দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ছুটির সময় করোনায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই নির্দেশনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এসবি/এনএস

ঈদের ছুটি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের যাতায়াত টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর