Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় প্রাণ গেল নেত্রকোণার কবি নূরুল হকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২১ ২১:১৮

নেত্রকোণা: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন কবি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল হক। তার বয়স হয়েছিল ৭৭ বছর। কবির নিজ গ্রাম নেত্রকোণার মদন থানার বালালীতেই তাকে দফন করা হবে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি নুরুল হক। গত ৪ জুলাই থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বিজ্ঞাপন

কবির পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কবির মরদেহ নেত্রকোণায় আনা হচ্ছে। তাকে তার গ্রামের বাড়ি বালালীতে সমাহিত করা হবে। জানাজা ও দাফনের সময়সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

কবি, অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের জন্ম নেত্রকোণার মদন উপজেলার বালালী গ্রামে, ১৯৪৪ সালে। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। নেত্রকোণা সরকারি কলেজে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেন এই কবি।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি শুরু কবি নুরুল হকের। তবে কর্মজীবন শুরুর পর লেখালেখিতে নিয়মিত ছিলেন না। পরে আশির দশক থেকে তিনি ফের লেখালেখিতে নিয়মিত হন। চাকরি থেকে অবসরের পর লেখালেখি ছাড়া আর কিছু করেননি।

কবি নুরুল হকের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— ‘শাহবাগ থেকে মালোপাড়া’, ‘সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়’, ‘একটি গাছের পদপ্রান্তে’, ‘মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা’, ‘এ জীবন খসড়া জীবন’।

সারাবাংলা/টিআর

কবি নুরুল হক করোনায় মৃত্যু

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর