Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১০:৩৫

প্রতীকী ছবি

নওগাঁ: পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৩ জুলাই) রাতে মোটরসাইকেলে মধইল থেকে নজিপুর যাওয়ার পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।

পুলিশ জানায়, ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অলিত চন্দ্র নিহত হন। স্থানীয়রা ছোট ভাই সুভাষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ বলেন, পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হন।

সারাবাংলা/এএম

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর