Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান থেকে এলো কোভিশিল্ডের আড়াই লাখ ডোজ ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১৬:৩৩

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে যুক্ত হলো আরও দুই লাখ ৪৫ হাজার ৬০০ ডোজ কোভিশিল্ডের ভ্যাকসিন। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন দিয়েছে জাপান।

শনিবার (২৪ জুলাই) দুপুর ৩টা ২০ মিনিটে ভ্যাকসিনের চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের বিমানটি দেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ভ্যাকসিনবিষয়ক ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ দিন ভ্যাকসিন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ভ্যাকসিন হস্তান্তর করেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেবে জাপান। এখান থেকে দফায় দফায় ৩০ লাখ আ্যস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেবে জাপান।

এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সারাবাংলাকে অক্সফোর্ডের ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনা ভ্যাকসিন আসার বিষয়ে জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপানের দেওয়া এই ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে পাচ্ছে বাংলাদেশ। একই সুবিধার আওতায় আগামী সপ্তাহে অক্সফোর্ডের আরও ২৬ লাখ ৪৫ হাজার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজে বাদ পড়া ব্যক্তিরা পাবেন এই ভ্যাকসিন।

গত ফেব্রুয়ারিতে দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরুর পর প্রথম ডোজ পেয়েছেন ৫৮ লাখ মানুষ। পরে ভ্যাকসিন ঘাটতির মুখে দ্বিতীয় ডোজ পাননি ১৪ লাখ ভ্যাকসিন গ্রহীতা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হল কোভ্যাক্স— যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে।

সারাবাংলা/এসবি/এনএস

আড়াই লাখ ডোজ ভ্যাকসিন করোনাভাইরাস কোভিশিল্ড জাপান থেকে দেশে এলো টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর