Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯ নম্বরে ফোন পেয়ে গৃহবধূ-কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১৮:৫৭

গ্রেফতার তিনজন

চট্টগ্রাম ব্যুরো: চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চট্টগ্রাম নগরীতে এনে জিম্মি করে রাখা এক গৃহবধূ ও এক কিশোরীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বার্তা পেয়ে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক তিনজনকে।

শুক্রবার (২৩ জুলাই) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদে জনৈক সোহাগের কলোনি থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, উদ্ধার করা গৃহবধূর বয়স ২১ বছর। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। কিশোরীর বয়স ১৪ বছর। তার বাড়ি নোয়াখালী জেলায়। তাদের জিম্মি করে অসামাজিক কাজে বাধ্য করছিল গ্রেফতার তিনজন।

গ্রেফতার তিনজন হলো— সুরমা বেগম সুমি (৩৫), তানজিল হোসেন (২২) এবং এমরান হোসেন (২১)।

ওসি কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘গৃহবধূ জানিয়েছেন, তার স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে বেকার। কাজের খোঁজে তিনি গত ৭ জুলাই চট্টগ্রাম শহরে এসে এ চক্রের খপ্পরে পড়েন। তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সোহাগের কলোনিতে বাসায় নিয়ে জিম্মি করা হয়। ২২ জুলাই একই কথা বলে নিয়ে আসা হয় কিশোরীকে। পরে তাদের অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছিল। তারা রাজি না হলে মারধর করা হতো। গত (শুক্রবার) রাতে গৃহবধূ কৌশলে নিজের মোবাইল থেকে ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। আমরা গিয়ে তাদের উদ্ধার করি এবং তিনজনকে গ্রেফতার করি।’

সারাবাংলা/আরডি/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর