Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ১৭ স্থান এডিসের হটস্পট, দ্রুত ওষুধ ছিটানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ১৯:৩৪

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে এডিস মশার বংশ বিস্তারের ১৭টি স্থান বিবেচনা করে সোমবার (২৬ জুলাই) থেকে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (২৫ জুলাই) সচিবালয়ে ডেঙ্গু সংক্রান্ত ইস্যু নিয়ে জরুরি এক বৈঠকে স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় দুই মেয়রের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুর- এই জায়গালোকে হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল (২৬ জুলাই) থেকে মশা নিধনের ওষুধ দেবেন।’

বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে। সেটা কীভাবে বাস্তবায়ন করবে, সে ব্যাপারে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে তথ্য প্রদান করবে।

তিনি বলেন, ‘আমরা আগে একটি সেল গঠন করেছিলাম। এবারও একটি সেল গঠন করে দেওয়া হলো। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনকে সার্বিক তদারকির জন্য এ সেল গঠন করা হলো।’

সিটি করপোরেশনের লোকবলের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা বলুন, আমরা সেটি দেখব। যদি আউটসোর্সিং করতে হয়, দরকার হলে সেটারও ব্যবস্থা করা যাবে।’

বিজ্ঞাপন

ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সিটি করপোরেশনের যদি অর্থ প্রয়োজন হয় তা মন্ত্রণালয় থেকে বরাদ্ধ দেওয়া হবে বলেও ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ‘মশক নিধনের ওষুধের মজুত আছে। এবার কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।’

যেসব হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হবেন সেসব হাসপাতাল থেকে নাম-পরিচয় সরবারহ করার জন্য বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন তিনি। তাদের নাম-পরিচয় অনুযায়ী বাসা বা আশেপাশে মশা নিধনের ওষুধ ছিটানোর জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

এডিস ডেঙ্গু মশা হটস্পট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর