Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়রের স্বাক্ষর জাল করে টাকা তোলা চেষ্টা, স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২১ ১৪:৩২

বরিশাল: ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মো. রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা করায় ওই প্রতিষ্ঠানের হিসাবরক্ষক রেখা বেগম ও ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম টুলু ওরফে লিজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এ ঘটনায় মেয়র আব্দুল ওয়াহেদ খান বাদি হয়ে সোমবার রাতে আটক দুই কর্মচারীসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

এর আগে, ওইদিন সন্ধ্যায় পৌর ভবনে পুলিশ ডেকে ওই দু’জনকে তাদের কাছে সোপর্দ করেন তিনি।

মামলার অপর আসামি হলেন নলছিটি উপজেলার সারদল গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে এবিএম জাহিদুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান বলেন, ‘আমার ও সচিবের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংকের নলছিটি শাখা থেকে মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের নামে ৪ লাখ টাকা উত্তোলনের সময় ব্যবস্থাপকের সন্দেহ হওয়ায় আমাকে খবর দেয়। এরপর কৌশলে তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছি।’

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম মাহমুদ বলেন, ‘ওই দুই জনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিকে আটকে অভিযান চলছে।’

সারাবাংলা/এমও

মেয়রের স্বাক্ষর জাল স্বামী-স্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর