লংগদুতে ৩ শিশুর জন্ম দিলেন পারুল বেগম
২৭ জুলাই ২০২১ ১৬:৩৯
রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। প্রসূতি পারুল বেগম উপজেলার বগাচত্বর ইউনিয়নের গাউসপুর এলাকার আবু সাইদের স্ত্রী।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার মাইনীমুখ রাবেতা হাসপাতালে এ তিন শিশুর জন্ম হয়। তিন নবজাতক ও মা সবাই সুস্থ আছেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আবু তালহা বলেন, সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রসব বেদনা নিয়ে প্রসূতি পারুল বেগম হাসপাতালে ভর্তি হন। ওই সময় আমরা তার আল্ট্রাসনোগ্রাফি করলে বুঝতে পারি, তার গর্ভে তিনটি শিশু আছে। আজ (মঙ্গলবার) সকাল ৭টা ৫০ মিনিটে সফলভাবে তিনি তিন সন্তানের জন্ম দিয়েছেন।
ডা. আবু তালহা জানান, স্বাভাবিকভাবেই তিন সন্তানের জন্ম দিয়েছেন পারুল। তবে নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
স্ত্রীর একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার খবরে উচ্ছ্বসিত আবু সাঈদ। তবে নবজাতকদের ওজন কম হওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। জানালেন, নবজাতকদের খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবু সাঈদ বলেন, একসঙ্গে তিন শিশুর জন্ম হওয়ার খবরে আমাদের পুরো পরিবার খুব খুশি। তবে তাদের ওজন কম হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আছি। এখানে (খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে) চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে কিছুদিন। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, ওরা এমনিতে ভালো আছে।
সারাবাংলা/টিআর