Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেছেন সাবেক মুখ্য সচিব ড. সামাদ, প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ২০:১৫

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদ মারা গেছেন। তার মৃত্যুকে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ জুলাই) বিকেল ৪টা ৫০টায় বারিধারায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. সামাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন ড. সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস থেকে স্নাতকোত্তর ও বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বোস্টন স্টেট কলেজ, বোস্টন ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন।

মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে প্রশাসনে যোগ দেন। স্বনামধন্য এই অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতির অর্থনৈতিক উপদেষ্টা, জনপ্রশাসন ও অর্থনৈতিক উন্নয়ন প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের মতো পদগুলোতে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় মুখ্য সচিব ছিলেন তিনি।

‘শ্রম উদ্বৃত্ত অর্থনীতির আসল মজুরি’, ‘কোবল্ড ম্যানুস্ক্রিপ্টস, চেঞ্জিং কলেডোস্কোপ অব কনভেনশনাল ইকোনমিকস’, ‘পরিকল্পনা’ তার উল্লেখযোগ্য বই। দারিদ্র নিয়ে এশীয় ও বৈশ্বিক পর্যায়ের একাধিক গবেষণায় যুক্ত ছিলেন। আঞ্চলিক অর্থনীতি ও অর্থনৈতিক রূপান্তর নিয়েও আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণায় বড় ভূমিকা রেখেছেন ড. সামাদ।

বিজ্ঞাপন

খ্যাতিমান এই অর্থনীতিবিদ ও আমলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, সাবেক সিএসপি সৈয়দ আব্দুস সামাদ রাঙ্গামাটির এডিসি থাকা অবস্থায় পাকিস্তানি পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগদান করেন। ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তি ও পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি স্থাপনে অবদার রাখেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ, সাহসী ও কর্তব্যপরায়ণ একজন সরকারি কর্মকর্তা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এনআর/টিআর

ড. সৈয়দ আব্দুস সামাদ প্রধানমন্ত্রীর শোক সাবেক মুখ্য সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর