সেগুনবাগিচায় কলেজছাত্রীর আত্মহত্যা
২৮ জুলাই ২০২১ ২১:০২
ঢাকা: রাজধানীর সেগুনবাগিচার একটি বাসায় ফারজানা বিনতে কাইয়ুম (২১) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন স্বজনরা।
বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফারজানা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আইয়ুব আলী মৃধার মেয়ে। বর্তমানে সেগুনবাগিচায় একটি আবাসিক ভবনে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই বোন এক ভাইয়ের মধ্যে ফারজানা ছিলেন দ্বিতীয়।
ফারজানার বাবা আইয়ুব আলী সারাবাংলাকে জানান, সিটি কলেজে ম্যানেজমেন্টে স্নাতক অধ্যয়নরত ছিলেন তার মেয়ে। করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় বাসায় থেকেই পড়াশুনা করতেন তিনি। তার মেয়ের ইচ্ছা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বে। এই বিষয় নিয়ে প্রায়ই তার এবং তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতো ফারজানার।
ভর্তির বিষয় নিয়ে আজও তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ফারজানা বাথরুমে ঢুকে ভেতর থেকে বন্ধ করে দেয়। অনেক সময় পার হয়ে গেলেও ফারজানার কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙ্গে দেখে সাওয়ারের পাইপের সঙ্গে তাকে ওড়না দিয়ে ঝুলে থাকতে দেখা যায়। সেখান থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু নিশ্চিত হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একেএম