Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় খাগড়াছড়ি বিএনপির আরেক নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২১ ২১:৪১

খাগড়াছড়ি: করোনায় মারা গেলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তবলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আলী হোসেন বকুল।

গতকাল রাত দেড়টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে তিনি গত এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পির সভাপ‌তি ওয়াদুদ ভুইয়া, সাধারণ সম্পাদক এমএন আবছার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ আরও অনেকে।।

এর আগে গত ২৭ জুন দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

সারাবাংলা/এসএসএ

করোনায় মৃত্যু খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর