Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেড হাসপাতালে আগুনে মৃত্যু: ৪ পরিবার পেল কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৭:৩৪

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া চার ব্যক্তির পরিবারকে ২৫ লাখ করে মোট এক কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে তারা এই ক্ষতিপূরণ দিল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এ বিষয়ে রিটকারীদের আইনজীবী অনিক আর হক ও আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

আইনজীবী অনিক আর হক জানান, সম্প্রতি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ পে-অর্ডারের মাধ্যমে নিহত পাঁচ ব্যক্তির মধ্যে চার জনের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ করে টাকা ক্ষতিপূরণ দিয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি আদালতকে জানানো হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে চার জনের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ করে টাকা দিতে নির্দেশ দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ সংশোধন করে এ নির্দেশ দেন। অন্যদিকে নিহত পাঁচ ব্যক্তির মধ্যে এক ব্যক্তি মনির হোসেনের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় আদালত তার বিষয়ে কোনো আদেশ দেননি।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক ও আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন মোস্তাফিজুর রহমান খান।

গত ১১ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে চার জনের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ সংশোধন করে নিহত চার জনের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ করে টাকা দিতে নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ইউনাইটেড হাসপাতালে আগুন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর