গাইবান্ধায় অ্যাম্বুলেন্স থেকে হাফ কেজি হেরোইন উদ্ধার
২৯ জুলাই ২০২১ ২০:৩৩
রংপুর: গাইবান্ধার পলাশবাড়িতে অ্যাম্বুলেন্স থেকে হাফ কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব। এসময় বুলবুল আহম্মেদ ও আজিজুর রহমান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে র্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ একথা জানান। রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে রংপুরে মাদকের এই চালান আনা হচ্ছিলো বলেও জানান তিনি।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বশির আহমেদ আরও বলেন, ‘পলাশবাড়ী মহাসড়কের একটি চেকপোস্টে সন্দেহ হলে অ্যাম্বুলেন্সটি আটকায় র্যাব। পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সে থাকা পঙ্গু ব্যক্তির কৃত্রিম পায়ের ভেতর থেকে আনুমানিক হাফ কেজি হেরোইন উদ্ধার করা হয়।’
র্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ীরা এর আগেও একই কৌশলে রাজশাহী থেকে রংপুরে মাদক পাচার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
সারাবাংলা/এমও