Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ১৫৯২ সিলিন্ডার অক্সিজেন দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২১ ১৬:৪৯

ঢাকা: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে এখন পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার ৫৯২ সিলিন্ডার অক্সিজেন দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (৩০ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, করোনাভাইরাস মহামারিতে রোগীদের জন্য বিভিন্ন সময়ে এই অক্সিজেনের সিলিন্ডার বিতরণ করা হয়। ময়মনসিংহ হাসপাতালে এরই মধ্যে দেড় হাজারেরও বেশি সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

হাসপাতালে সরবরাহের জন্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আগামীকাল (৩১ জুলাই) আরও ২৩৭ (দুইশত সাঁইত্রিশ) সিলিন্ডার অক্সিজেন দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

সারাবাংলা/জেআর/এমও

অক্সিজেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর