Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগ নেতা আওলাদ হোসেনের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২১ ০০:৩৪

ঢাকা: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হে‌লের বাবা ও মুড়াপাড়া ইউ‌নিয়‌নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ আওলাদ হো‌সেন ভূঁইয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আওলাদ হো‌সেন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। সেই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

আওলাদ হো‌সেন ভূঁইয়া স্ত্রী, তিন ছে‌লে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

বিজ্ঞাপন

শ‌নিবার সকাল ১০টায় মুড়াপাড়া ইউনিয়নের মীরকু‌টির‌ছেও সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে মরহুমের জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে। প‌রে তার লাশ পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

সারাবাংলা/একে

আওলাদ হোসেন বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর