২৪ ঘণ্টায় ২৩১ মৃত্যু, ১৪৮৪৪ সংক্রমণ
১ আগস্ট ২০২১ ১৮:৩২
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৩১ জন। আগের দিনের চেয়ে এই সংখ্যা ১৩ জন বেশি। এ নিয়ে দেশে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু পেরিয়ে গেল ২০ হাজার ৯শ।
এদিকে, একই সময়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জনের শরীরে। এই সংখ্যা আগের দিনের চেয়ে ৫ হাজারের বেশি। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ ১২ লাখ ৬৪ হাজার পেরিয়ে গেছে।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৯১টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এই সময়ে এসব ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪৮১টি। আগের দিনের নমুনাসহ এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হলো ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১৪ হাজার ৮৪৪টিতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ দাঁড়াল ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে ২৩১ জন মারা গেছেন, তাদের নিয়ে দেশে করোনায় মৃত্যু দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৩১ জনের মেধ্য পুরুষ ১৩৯ জন, নারী ৯২ জন। তাদের মধ্যে বাসায় ১৩ জন ও ২১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এক জনকে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত ২১২ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১২৭ জন। এর মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ৯ জন ও ৯১ থেকে ১০০ বছর বয়সী ছিলেন এক জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন ও ১১ থেকে ২০ বছর বয়সী দুই জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এই সময়ে একশ বছরের বেশি বয়সী ও ১০ বছরের কম বয়সী কেউ মারা যাননি।
মৃত এই ২৩১ জনের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন ছিলেন ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জন চট্টগ্রাম বিভাগের ও তৃতীয় সর্বোচ্চ ৪৪ জন খুলনা বিভাগের। এ ছাড়া রংপুর বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ৯ জন ও বরিশাল বিভাগে ছয় জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জনে। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ।
সারাবাংলা/টিআর